৫১. ডাইং এর ইউটিলিটজ কি কি?
উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস….
৫২.টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম স্ট্রেনথ কত?
উত্তর: 6 CN/TEX
৫৩.কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?
উত্তর: ৮.৫%
৫৪. উল এর MR% কত?
উত্তর: ১৬%
৫৫.পলিএস্টার এর MR% কত?
উত্তর: ০.৪%
৫৬.সিল্ক এর MR% কত?
উত্তর: ১১%
৫৭. টু-ইস্ট কত প্রকার?
উত্তর: ২ প্রকার, S & Z twist
৫৮.রিং ইয়ারন কোন টু-ইস্ট এ বানন হয়?
উত্তর: Z twist
৫৯.রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?
উত্তর: S twist
৬০. ইন-ডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?
উত্তর: ভর ফিক্সট।
৬১.কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়/ /
উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।
৬২. স্টেপল লেংথ কি?
উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।
৬২. পিচ কি?
উত্তর: ১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের ডিসটেন্স কে পিচ বলে।
৬৩.নিটিং কত প্রকার?
উত্তর: ২ প্রকার, warp & weft knitting.
৬৪.warp knitting এর ইলিমেন্ট কি কি? উত্তর: নিডেল, কেম, সিনকার, গাইড।
৬৫. weft knitting এর ইলিমেন্ট কি কি?
উত্তর: নিডেল, সিনকার, কেম।
৬৬.কত সেট সুতা ব্যবহার করা হয় নিটিং করতে?
উত্তর : ১ সেট সুতা।
৬৭. কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?
উত্তর : ২ সেট সুতা।
৬৮. নিডেল কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। লেচ নিডেল, বিয়ারড নিডেল, কমপাউন্ড নিডেল।
৬৯.নিটের কাপড় কত ধরনের হয়?
উত্তর: ২ ধরনের, cutting & sew knit wear.
৭০. নিটিং এর স্টিচ কত প্রকার?
উত্তর: ৩ প্রকার। নিট স্টিচ, টাক স্টিচ & মিস স্টিচ।
৭১.কেম কত প্রকার?
উতর: types of cam – 1.stitch cam 2.rising cam. 3.Guard cam 4. Upthrow cam
৭২. M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?
উত্তর : M:L ছারা প্রয়োজনীয় পরিমান ডাইছ, কেমিক্যাল, পানি নিতে পারব না ডাইং & ওয়াশিং এর জন্য তাই M:L ইমপরটেন্ট।
৭৩.গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল একশন হয়?
উত্তর: ৩টি,
রেগুলার (ব্লিচ ওয়াশ)
ইরেগুলার (এসিড ওয়াশ) &
লোকাল (পি পি ইসপ্রে, পি পি সপুনজ)
৭৪. কি কি ফেক্টর ডিপেন্ড করে একশন অব ওয়াশিং?
উত্তর: টাইম, টেমপারাচার, মেকানিক্যাক একশন, কেমিক্যাল একশন।
৭৫. কস্টিং & প্রাইজিং কি?
উত্তর: কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না।
কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।
৭৬. লেবেল কত প্রকার?
উত্তর: ৩ প্রকার, মেইন লেবেল, সাইজ লেবেল & কেয়ার লেবেল।
৭৭. জেকেটের কতট পার্টস থাকে?
উত্তর: ৩টা,
“আপার পারটস” কল শে’ল্ল।
ইনার পারটস কল লাইনিং &
মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং।
৭৮. WWSC & RSWD বলতে কি বুঝায়? উত্তর”:
WWSC= WASH WITH SIMILAR COLOR
RSWD = RE SHAPE WHILST DAMP
৭৯.TAP & AQL কি?
উত্তর:
TAP= Total acceptable product in a lot
AQL=acceptable quality limit
৭৮. বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?
উত্তর: রিয়াজ গার্মেন্টস
৭৯. শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?
উত্তর: ৩টি,
কলার, কাফ & বডি সেকশন।
৮০. গার্মেন্টসে CAM এর কাজ কি?
উত্তর: সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং & মোভ করা।
৮১.CAD এর কাজ কি?
উত্তর: গার্মেন্টস ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন প্রিপারেশন & গ্রেডিং।
৮২.মার্কারের উদ্দেশ্য কি?
উত্তর: কাপড়ের অপচয় কমানো।
৮৩. সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?
উত্তর: সুইং ইনভিজিবল & স্টিচ ভিজিবল।
৮৪.ইয়ারন & থ্রেড এর মেইন পারথক্য কি?
উত্তর: ইয়ারন ব্যবহার করা হয় কাপড় প্রডিউছ করার জন্য & এইটা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর জন্য & এটা একের অধিক প্লাই হতে পারে।
৮৫.কমপ্লাইন্স এর কাজ কি?
উত্তর: শ্রমিকের অধিকার & সুবিধাসমুখ এনশিউর করা।
৮৬. নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?
উত্তর: ইন্টার লুপিং এর মাধ্যেমে।
৮৭.ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?
উত্তর: ইন্টার লেছিং এর মাধ্যেমে।
৮৯.কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?
উত্তর : weft knitting.
৯০.warp এর অন্য নাম কি?
উত্তর: ends
৯১. weft এর অন্য নাম কি?
উত্তর: পিক
৯২. নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?
উত্তর: weft knitting m/c
৯৩.নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?
উত্তর: warp knitting m/c
৯৪. held loop কোন লুপ থেকে বড়?
উত্তর: নিট লুপ
৯৫.সিংগেল জারসি কাপড় চেনার উপায় কি?
উত্তর; ফেইচ & ব্যাক পার্টস ভিন্ন।
৯৬.ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?
উত্তর: ফেইচ & বেক পার্টস সেইম বা একই দেখায়।
৯৭.jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর কেপাছিটি কত?
উত্তর: ১৮০০
৯৮. নোটেশন কাকে বলে?
উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।
৯৯. মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?
উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।
১০০.আন্ডারল্যাপ কাকে বলে???
উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।
১০১. স্ট্যাপল পলিয়েস্টার নিট
কারখানায় কম ব্যবহৃত হয় কেন??
উত্তর ; গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।
১০২. রৈখিক ক্যাম কাকে বলে???
উত্তর : যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।
১০৩ নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন? ??
উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়
১০৪. নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়? ??
উত্তর : 24।
১০৫. নন জ্যাকার্ড মেশিন কাকে বলে? ?
উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।
১০৬. সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে? ?
উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।
১০৭. নিট প্লেটিং এর বিকল্প কি? ?
উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।
১০৮. ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে? ???
উত্তর : দুই বা ততোধিক।
১০৯. মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে????
উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।
১১০. মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে???
উত্তর : ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়, যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।
১১২. সগিং মোশন কি? ?
উত্তর : নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।
লিখেছেনঃ
No comments:
Post a Comment